Titirer Nokshi Palok
হিমালয়ের জমাট বরফ গলে গলে এই পললভূমি প্লাবিত হয়ে সমুদ্রে গড়ায়। এই সুউচ্চ পর্বতশিখা থেকে সুগভীর জলযাত্রায় সাক্ষী এখানকার মহাপ্রকৃতি। এই পর্যবেক্ষণ একজীবন থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ও জীবজীবনের প্রবাহমানতা। ...কবিতা সুবিস্তৃত সরোবর তো বটেই একইসঙ্গে জলীয়বাস্পের কণা উড়ে উড়ে ভেসে ভেসে চলা জলের একক। এক নিত্য বহমান উপলদ্ধির জলধারা। যা মহাসমুদ্রের অতলান্ত ও স্পষ্টত উপরিভাগ সর্বত্রই বিরাজমান...কবি শাহিন রিজভির কবিতা বিশেষ কোন ফর্মের প্রতিনিধিত্বশীল ফরমায়েশি ঢঙে লেখা দায়সারা শব্দশৃঙ্খল নয়। অন্তর্গত অনুধাবন ও আত্মিক অনুসন্ধানের নিরিখে মহাপ্রকৃতির নিরন্তর রূপ ও রস। যার গন্ধ আছে। সুর আছে। শব্দ আছে। এর সবকিছুই বোধগম্য । দুর্বোধ্য শব্দের অহেতুক প্রয়োগে তিনি পাঠককে বিভ্রান্ত ও ঘর্মাক্ত করেন না। প্রচলিত ও সহজবোধ্য ভাষাভঙ্গিতে নিজস্ব আকাশ খুলে দেন নান্দনিক ভাবালুতার ভূমিতে...একই সঙ্গে তাঁর কলমের নিব সচেতনে অথবা অবচেতনে সমন্বিত ও সমুন্নত রাখে প্রকৃতির ভারসাম্য। সবুজ প্রকৃতি, অবারিত সুন্দর হৃদয়ের বর্ণিল ভাবনাসৌষ্ঠব আর স্বপ্নের অনুরণনে শাহিন রিজভি এক অনন্য উচ্চারণের নাম...জলমার্বেলে অবগাহনের দীর্ঘ বিরতির পর কবির দ্বিতীয় কাব্যসন্তান ‘তিতিরের নকশী পালক’। বাংলা ভাষার জন্য একটি চমৎকার সুসংবাদ। ২০ বছরের প্রতীক্ষার অবসান। শিল্পীর চ্যালেঞ্জ অন্যকে নয় নিজেকে ছাড়িয়ে যাবার। কবি শাহিন রিজভিরও এর গত্যান্তর নেই। এই গ্রন্থের প্রতিটি কবিতা এরই প্রকৃষ্ট প্রমাণ.....
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9275275
- Availability: In Stock
- Author Name: Shaheen Rezvy ,
- ISBN: 9789849275275
- Total Pages: 72
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2017
হিমালয়ের জমাট বরফ গলে গলে এই পললভূমি প্লাবিত হয়ে সমুদ্রে গড়ায়। এই সুউচ্চ পর্বতশিখা থেকে সুগভীর জলযাত্রায় সাক্ষী এখানকার মহাপ্রকৃতি। এই পর্যবেক্ষণ একজীবন থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ও জীবজীবনের প্রবাহমানতা। ...
কবিতা সুবিস্তৃত সরোবর তো বটেই একইসঙ্গে জলীয়বাস্পের কণা উড়ে উড়ে ভেসে ভেসে চলা জলের একক। এক নিত্য বহমান উপলদ্ধির জলধারা। যা মহাসমুদ্রের অতলান্ত ও স্পষ্টত উপরিভাগ সর্বত্রই বিরাজমান...
কবি শাহিন রিজভির কবিতা বিশেষ কোন ফর্মের প্রতিনিধিত্বশীল ফরমায়েশি ঢঙে লেখা দায়সারা শব্দশৃঙ্খল নয়। অন্তর্গত অনুধাবন ও আত্মিক অনুসন্ধানের নিরিখে মহাপ্রকৃতির নিরন্তর রূপ ও রস। যার গন্ধ আছে। সুর আছে। শব্দ আছে। এর সবকিছুই বোধগম্য । দুর্বোধ্য শব্দের অহেতুক প্রয়োগে তিনি পাঠককে বিভ্রান্ত ও ঘর্মাক্ত করেন না। প্রচলিত ও সহজবোধ্য ভাষাভঙ্গিতে নিজস্ব আকাশ খুলে দেন নান্দনিক ভাবালুতার ভূমিতে...
একই সঙ্গে তাঁর কলমের নিব সচেতনে অথবা অবচেতনে সমন্বিত ও সমুন্নত রাখে প্রকৃতির ভারসাম্য। সবুজ প্রকৃতি, অবারিত সুন্দর হৃদয়ের বর্ণিল ভাবনাসৌষ্ঠব আর স্বপ্নের অনুরণনে শাহিন রিজভি এক অনন্য উচ্চারণের নাম...
জলমার্বেলে অবগাহনের দীর্ঘ বিরতির পর কবির দ্বিতীয় কাব্যসন্তান ‘তিতিরের নকশী পালক’। বাংলা ভাষার জন্য একটি চমৎকার সুসংবাদ। ২০ বছরের প্রতীক্ষার অবসান। শিল্পীর চ্যালেঞ্জ অন্যকে নয় নিজেকে ছাড়িয়ে যাবার। কবি শাহিন রিজভিরও এর গত্যান্তর নেই। এই গ্রন্থের প্রতিটি কবিতা এরই প্রকৃষ্ট প্রমাণ...
নব্বই দশকের একজন উজ্জ্বলতম কবি শাহিন রিজভি। ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চায় মনোযোগী ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর কবি বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে ছিলেন।সাহিত্যের ছোটকাগজ ঋগে¦দের সম্পাদক। পিতা সৈয়দ মেরাজুল হক। মাতা সৈয়দা সুলতানা নাহার। স্ত্রী শান্তা মারিয়া বিশিষ্ট কবি ও সাংবাদিক। একমাত্র সন্তান জুলকার সৈয়দ সামীর অর্ণ।

